সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে ২ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের তারেকের স্ত্রী সাদিয়া (২০) এবং একই এলাকার চর কদমপাল গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী তারা বানু (৩৮)।
সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার চক শিয়ালকোল গ্রামে আর্থিক সংকট নিয়ে পারিবারীক কলহ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকালে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ সাদিয়া। স্বজনেরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে শনিবার দুপুরে একই এলাকার চর কদমপাল গ্রামের গৃহবধূ তারা বানু (৩৮) নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ওইদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং রোববার সকালে তার লাশ উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।