ডিজিটাল বাংলাদেশের স্মার্ট ভার্সনই হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’ : এমপি মুহিব

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:২৭ | অনলাইন সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মহিবুর রহমান মুহিব বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষনা দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের স্মার্ট ভার্সনই হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’। 

স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনোমি, স্মার্ট গভার্নমেন্ট হবে স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি। এই ৪টি মুল ভিত্তি ধরে গড়ে উঠবে তরুণ প্রজন্মের “স্মার্ট বাংলাদেশ”। 

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম আয়োজিত লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ সংলাপ এর মোড়ক উন্মোচন ও উন্নয়ন বিষয়ক প্রেসব্রিফিং এ তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, মেট্রোরেলে চড়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা'র “স্মার্ট বাংলাদেশ” এর যাত্রা শুরু করেছে। গোটা বিশ্বে তাক লাগানো মোট্রোরেল যেমন বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি ঠিক তেমনি “স্মার্ট বাংলাদেশ” এর দৃশ্যমান প্রথম পদক্ষেপ। এভাবেই ধাপে ধাপে গড়ে উঠবে স্মার্ট প্রজন্মের “স্মার্ট বাংলাদেশ”।

আমি বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশ মডেলের মতো “স্মার্ট বাংলাদেশ” মডেলও গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়ে বাংলাদেশের জন্য খ্যাতির মুকুট বয়ে আনবে। তাই “স্মার্ট বাংলাদেশ” গড়তে আগামী নির্বাচনে আপনাদের সকলের কাছে নৌকায় ভোট চাই।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার সংকর চন্দ্র বৌদ্ধ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন সহ কলাপাড়া আওয়ামী লীগ ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।