নোয়াখালীতে সরকারি চাকরিজীবীদের আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:২৩ | অনলাইন সংস্করণ
মানিকভূ্ইঁয়া নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ৩২৪ টি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯ টি ১০ তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা কেবল বেতন বৃদ্ধি করি নাই পাশাপাশি আমরা জেলা গুলোতে আবাসন ব্যবস্থা করেছি। যাতে যেকোনো জেলায় কাজ করলে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক সুন্দর ভাবে পালন করতে পারে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১২৫০ বর্গফুট দুইটি ১০ তলা ভবনে ৭২ টি ফ্ল্যাট, ১০০০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২ টি ফ্ল্যাট, ৮০০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২ টি ফ্ল্যাট, ৬৫০ বর্গফুটের তিনটি ১০ তলা ভবনে ১০৮ টি ফ্ল্যাটসহ মোট ৩২৪ টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় হয়েছে ২১২ কোটি ৪৯ লাখ টাকা। নবনির্মিত এই ৯ টি ভবনে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রæতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপন ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সুউচ্চ সীমানা প্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় সীমানা প্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুরের চারদিকে কংক্রিট বøকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।
নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, নির্মিত এ ৯ টি ১০ তলা ভবনের নির্মাণ গত জুন মাসে শেষ হয়। আজ প্রধানমন্ত্রীর উদ্বোধন করেছেন। এখন এগুলো সরকারী কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে হস্তান্তর করতে কোনো বাধা নেই। নিয়মানুশাওে হস্তানর হচ্ছে।
এ সময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বীন মোহাম্মদ, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব,স্থাণীয় সরকার বিভাগের নোয়াখালী প্রকৌশলী একরামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।