সিরাজগঞ্জে দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত, ঋণ বিতরণ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:২৮ | অনলাইন সংস্করণ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন, আওয়ামী লীগ কৃষি বান্ধব সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার সার, কৃষি যন্ত্রপাতিসহ কৃষিখাতে ব্যাপক ভুর্তকি দিচ্ছে। সহজে ঋণ পাবার ব্যবস্থা করেছে সরকার। কৃষি ক্ষেত্রে সফলতা অর্জনের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ন করতে এ মেলার আয়োজন করা হয়েছে। সেইসাথে ব্যাংক গুলোকে সরকারি নির্দেশনা মেনে সহজশর্তে কৃষকের মাঝে কৃষি ঋণ প্রদানে আহবান জানানো হয়।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক বিরেন্দ্র নাথ রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর প্রমূখ।

এ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ঋণ প্রাপ্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি, বে-সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানের ৪৩টি ষ্টল স্থাপন করে। এ সময় ৩৪০ জন কৃষকের মাঝে বিনা জামানতে মৌসুমী ঋণ হিসাবে ৩ কোটি টাকা বিতরন করা হয়।