রাস্তা পার হতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকা ও মোহাম্মদ আলী বাজার এলাকায় পৃথক দুর্ঘটনায় মনির হোসেন (৪৫) ও শাহ আলম (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাগুলো ঘটে।
কসকায় নিহত মনির হোসেন কুমিল্লা জেলার তিতাস এলাকার কবির হোসেন এর ছেলে। শাহ আলম কুমিল্লা জেলার তিতাস থানার খলিলাবাদ গ্রামের আবদুল বারেকের ছেলে। পেশায় তারা দুজনেই গাড়ি চালক ছিলেন।
মহাসড়ক পুলিশ জানায়, সোনাগাজী উপজেলার নবাবপুরে শ্বশুর বাড়ি যাওয়ার পথে কসকা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মনির হোসেন। এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, একই সময় মোহাম্মদ আলী বাজার এলাকায় শাহ আলমও রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মনিরকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।