ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রকৌশলী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে নীলফামারী এলজিইডি

প্রকৌশলী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে নীলফামারী এলজিইডি

চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত প্রকল্প পরিচালক মো, গোলাম ইয়াজদানি কে সন্ত্রাসীরা অপদস্ত লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে নীলফামারী এলজিইডি।

গত ৩১ জানুয়ারী বিকেলে নীলফামারীর এলজিইডি ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী প্রকৌশলী আবু তৈয়ব মো,শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী ফিরোজ আলম, নিবেদিতা রানী রায়।

সভাপতি তার বক্তব্যে বলেন, এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এছাড়াও এই সন্ত্রাসী ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেবিসি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সেক্রেটারি আল আমিন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি স্বপ্না আকতার, সেক্রেটারি হামিদী বাবু প্রমুখ।

এলজিইডি,নীলফামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত