ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ক্লাস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (০১ ফেব্রুয়ারী) আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ড.মো: শাহ্ কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ কে এপ ইথোনিক ভেজিটেবল রিসার্চ সেন্টার এর প্রেসিডেন্ট এন্ড সিইও প্রফেসর কবির হোসাইন তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আইয়ূব আবেদীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলা প্রভাষক ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,অত্র ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম বকাউল,বীরমুক্তিযোদ্ধা অত্র কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো: আবু তাহের বিএসসি, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ পরাণ, নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: সাইফুল আলম, মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার,কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার শিশির প্রমুখ।

অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন,অত্র কলেজ ছাত্রলীগের আহবায়ক মো: ফয়সাল আহমেদ,নবীন-প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হাজীগঞ্জ,একাদশ শ্রেণি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত