ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আইনজীবী সমিতির সভাপতি লিটন, সম্পাদক লিমন

সিরাজগঞ্জে আইনজীবী সমিতির সভাপতি লিটন, সম্পাদক লিমন

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ (লিমন) বিজয়ী হয়েছে। এ নির্বাচনে ১৭ টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১১ টি পদে আওয়ামীলীগ সমর্থিতরা জয়লাভ করেছেন। বাকি ৬টি পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা বিজয়লাভ করেছে।

আ’লীগ সমর্থিত বিজয়ীরা হলেন, সভাপতি কায়সার আহমেদ লিটন, সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, সহকারী গ্রন্থাগার সম্পাদক ফজলুল হক হিরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা, এ কে এম হাসান ফারুক রুমী ও রেজাউল বারি রন্টু।

বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আলীমুল হক, সহ-সাধারণ সম্পাদক কামরুল হুদা, গ্রন্থাগার সম্পাদক নাদিম ইবনে মোস্তফা, সহকারী হিসাব নিরীক্ষক মাওলানা মুফতি শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মীর রুহুল আমিন বাবু ও আমান উল্লাহ মন্ডল।

মঙ্গলবার ভোট গ্রহণের পর গনণা শেষে গভীর রাতে জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ,জেলা আইনজীবী সমিতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত