সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ (লিমন) বিজয়ী হয়েছে। এ নির্বাচনে ১৭ টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১১ টি পদে আওয়ামীলীগ সমর্থিতরা জয়লাভ করেছেন। বাকি ৬টি পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা বিজয়লাভ করেছে।
আ’লীগ সমর্থিত বিজয়ীরা হলেন, সভাপতি কায়সার আহমেদ লিটন, সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, সহকারী গ্রন্থাগার সম্পাদক ফজলুল হক হিরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা, এ কে এম হাসান ফারুক রুমী ও রেজাউল বারি রন্টু।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আলীমুল হক, সহ-সাধারণ সম্পাদক কামরুল হুদা, গ্রন্থাগার সম্পাদক নাদিম ইবনে মোস্তফা, সহকারী হিসাব নিরীক্ষক মাওলানা মুফতি শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মীর রুহুল আমিন বাবু ও আমান উল্লাহ মন্ডল।
মঙ্গলবার ভোট গ্রহণের পর গনণা শেষে গভীর রাতে জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন।