পিরোজপুর খেয়াঘাটে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১১ | অনলাইন সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
জেলা শহরের খেয়াঘাটে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। একটি ভাঙ্গারির দোকাঘর থেকে সৃষ্ট অগ্নিকান্ডে একটি কাঠের স'মিল, মুদি দোকান, বেকারীর গুদাম ঘর ও কাঠের ফার্নিচার দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩ টার সময় পিরোজপুর শহরের আদর্শ পাড়া পুরানো খেয়াঘাট এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর জানান, স্থানীয় আউয়াল ভাঙ্গারির দোকান থেকে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী রতনের মুদি দোকান, আসাদের কাঠের স’মিল, তরিকা বেকারীর গুদাম ও কাঠের ফার্নিচার ঘরে ছড়িয়ে পড়ে দোকানগুলো সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। এতে করে অগ্নিকান্ডে তাদের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা।
এই বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার আবদুল রশিদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে জানতে পারি বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে স্থানীয় আউয়াল ভাঙ্গারির দোকান ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।