কক্সবাজার পৌর এলাকায় চলছে দরিদ্রবান্ধব নগর পরিকল্পনা ও উন্নয়ন কাজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করছে কক্সবাজার পৌরসভা। প্রতিষ্ঠানটির সহযোগী হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এবার দরিদ্রবান্ধব নগর পরিকল্পনা ও উন্নয়ন: প্রেক্ষাপট করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। সকালে পৌর ভবনের সম্মেলন কক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা রাছেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র মুজিবুর রহমানের গতিশীল নেতৃত্বে পর্যটন নগরীতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলেছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে পৌর এলাকার পিছিয়ে পড়া মানুষদের জীবনমান আরও উন্নয়ন ঘটবে। আগামীতে শহরের ১২টি ওয়ার্ডে এর কার্যক্রম পরিব্যপ্তি ঘটবে এ প্রত্যাশা করেন তারা। 

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন চুয়েট এর আরবান ও রিজিওনাল প্লানিং ডিপার্টমেন্ট হেড অধ্যাপক ড. রাশেদুল হাসান।
 
এসময় প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর আকতার কামাল, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর রাজবিহারী দাশ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার (অপারেশন) সজল কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার মেহেদী হাসান, আঞ্চলিক সমন্বয়কারী ওয়াসিম আকরাম, মাঠ সমন্বয়কারী হাসান রেজাউল করিম ও ইউএনডিপির টাউন ম্যানেজার মাসুদ চৌধুরী বক্তব্য রাখেন। 

এছাড়া কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদার, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর জাহেদা আক্তার ও কাউন্সিলর ইয়াছমিন আক্তারসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা ব্র্যাকের চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে এর কর্মকাণ্ড বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন।