বেনাপোলে ভারতীয় প্রসাধনীসহ দুই পাচারকারী আটক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্ত সংলগ্ন বড় আঁচড়া গ্রামের বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুইজন পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোলের বড় আঁচড়া গ্রামের সীমান্ত থেকে ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়েছে।
আটকরা হলো- বড় আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৮) ও ছোট আঁচড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মোঃ মিনারুল ইসলাম কাজল (২০)।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেসে করে যাত্রীবেশে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচার করে নিয়ে আসছে দুই পাচারকারী। এমন সংবাদের ভিত্তিতে বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে পাচারের সময় ভারতীয় প্রসাধনীসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য আড়াই লাখ টাকা বলে তিনি জানান।