পিরোজপুরে সহায়ক উপকরণ পেল প্রতিবন্ধীরা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেণ জেলা প্রশাসক মোহাম্মদ জহেদুর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাঃ সংগ্রাম কান্তি কুন্ডু ও সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রতিবন্ধীদের স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।