ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে সহায়ক উপকরণ পেল প্রতিবন্ধীরা

পিরোজপুরে সহায়ক উপকরণ পেল প্রতিবন্ধীরা

পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেণ জেলা প্রশাসক মোহাম্মদ জহেদুর রহমান।

জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাঃ সংগ্রাম কান্তি কুন্ডু ও সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রতিবন্ধীদের স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী,ব্যক্তি,সহায়ক,উপকরণ,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত