সিরাজগঞ্জে আত্মহত্যার প্ররোচণা মামলায় ভাবি ভাতিজি গ্রেফতার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার আইগবাড়ী পারকোলা মহল্লায় প্রবাসী সাইদুল ইসলাম লেদুকে (৫০) গলাকেটে আত্মহত্যার প্ররোচনা মামলায় ভাবি ও ভাতিজিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, নিহতের বড় ভাইয়ের স্ত্রী জাহানারা (৪৭) ও তার মেয়ে সাথী (২৭)।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত সাইদুল ইসলাম কয়েক বছর মালয়েশিয়া ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি দেশে ফিরে বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে থাকতেন। আরেক ভাই আগেই মারা গেছেন এবং তার ৩ ভাই বর্তমানে মালয়েশিয়া রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে ওই ভাবি ও ভাতিজির প্ররোচনায় তিনি নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ওইদিন বিকেলে তার গলাকাটা লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং গলাকাটায় ব্যবহৃত ছুুরি উদ্ধার করা হয়। সিআইডি পুলিশের একটি তদন্ত টিম ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।