দুমকিতে ৫ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯ | অনলাইন সংস্করণ
দুমকি, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ৫ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ করে পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এর নেতৃত্বে এবং উপজেলা মৎস্য দফতরের সহায়তায় লেবুখালী পায়রা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ট্রাকের ৬টি ড্রাম থেকে প্রায় ৫ লাখ অবৈধ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ টাকা। পরে জব্দকৃত বাগদা রেনু পোনা পাতাবুনিয়া ফেরিঘাটের এলাকায় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান জানান, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেনু পাচার করে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।