ফেনী ছাগলনাইয়া বর্ডার হাট আবার চালু হচ্ছে

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বর্ডারহাটটি (পূর্ব মধুগ্রাম-শ্রীনগর) বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও দু’দেশের মাঝে সুসম্পর্ক সৃষ্টিতে সেতুবন্ধন হিসেবে কাজ করে। কিন্তু করোনা মহামারীর কারণে বর্ডারহাটটি প্রায় ২ বছর ধরে বন্ধ রয়েছে। 

বর্ডারহাটটি পুনঃরায় চালু করণের অভিপ্রায়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেলা প্রাশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বর্ডারহাটি পরিদর্শন করেন। এসময়  উপস্থিত  ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জায়লস্কর ক্যাম্প বিজিবি সিও লেঃ কর্নেল এ.কে.এম আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ,  ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বর্ডারহাটটি পরিদর্শন শেষে সকালে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বর্ডারহাটি চালু করার জন্য মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে ছাগলনাইয়া-মিরসরাই সন্নিকটে বালুমহাল পরিদর্শন করেন। এরপর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম  হিসেবে  ৫ (পাঁচ) জন ভিক্ষুককে সহায়তা করা হয়। তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনার জন্য তাদের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ দেওয়া হয়। এরপর উপজেলা প্রাশাসনের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।