ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ১৬ মার্চ নির্বাচন

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ১৬ মার্চ নির্বাচন

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মার্চ হালুয়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, ২০১৪ সনের ৩ সেপ্টেম্বর তৎকালীন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার উদ্ভোধন করেন। হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে ১৭ হাজার ৯ শত ৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কমকর্তা জন কেনেথ রিছিল বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল ৮.৩০মি. হতে বিকাল ৪.৩০মি. পর্যন্ত হালুয়াঘাট পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ২৩ জানুয়ারি নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান চারটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, চট্রগ্রাম জেলার নাজিরহাট, টাঙ্গাইল জেলার এলেঙ্গা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌরসভা,নির্বাচন,তফসিল,ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত