চট্টগ্রামের রাউজান পৌরসভায় পৌর নাগরিকদের মাঝে পরিবেশ বান্ধব ঝুড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় প্লাস্টিক জাতীয় অপচনশীল বর্জ্য প্রতিরোধে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভার আয়োজনে এই পরিবেশ বান্ধব ঝুড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ পৌর কাউন্সিলরবৃন্দ।
উদ্বোধনী দিনে দুই হাজার পৌর নাগরিকদের মাঝে পাটজাত পণ্যের বিশেষায়িত এই ঝুড়ি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৫০ হাজার নাগরিকের মাঝে এই ঝুড়ি বিতরণ করা হবে বলে জানান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।