মানব সম্পদ উন্নয়নে সোনাগাজীতে এসডিএফ'র দিনব্যাপী যুব উৎসব

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

  জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

মানব সম্পদ উন্নয়নে ফেনীর সোনাগাজীতে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশেন (এসডিএফ'র) উদ্যোগে রোববার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৎস্যজীবীদের নিয়ে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, কম্পোনেন্ট-৩ যুব উৎসব পালিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা আ.লীগ নেতা মোহাম্মদ রফিক, এসডিএফ'র চট্রগ্রাম আঞ্চলিক সমন্বয়ক রকিব উদ্দিন, মনিটরিং এন্ড পরীবীক্ষণ কর্মকর্তা ফজলুল করিম, ক্লাস্টার কর্মকর্তা সুলতানা আক্তার, পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন।

জেলে পরিবারের যুবক-যুবতীদের জেলে পেশা ছেড়ে অন্যান্য পেশায় নিয়োজিত করার লক্ষ্যে এ উৎসব পালন করা হয়। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে উৎসবে ক্রিড়া ও কারিগরি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।