ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারের মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে পুলিশের অভিযান

সাভারের মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে পুলিশের অভিযান

মহাসড়কে ব্যাটারী চালিত থ্রি-হুইলারসহ তিন চাকা বিশিষ্ট সকল যান চলাচল বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

রোববার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী আশুলিয়ার নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত অভিযান পরিচালনা পারিচালিত হয়। এসময় বেশ কিছু ইজিবাইক জব্দ ও রাস্তার ফুটপাত দখলমুক্ত করে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, ‘সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে এসকল যান চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এজন্য ঝুঁকি কমাতে মহাসড়ক থেকে তিন চাকার যান অপসারণে অভিযান শুরু করেছি।’

হাইওয়ে থানার পক্ষ থেকে পুলিশের প্রায় ৪০ সদস্যের টিম তৈরি করে অভিযান চলছে। ১৫ দিন ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এদিকে হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও মালিক-চালকরাসহ পরিবহণ সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ,সাভার,থ্রি-হুইলার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত