কনস্টেবল নিয়োগে জাল অ্যাডমিট কার্ড তৈরি, সিরাজগঞ্জে গ্রেপ্তার ৩
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের জাল অ্যাডমিট কার্ড তৈরির দায়ে ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টের বাছাইয়ের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত হজরত আলী মন্ডলের ছেলে আব্দুস সাত্তার মন্ডল (৫৫), আব্দুস সাত্তার মন্ডলের ছেলে আতাউর রহমান মন্ডল (২৯) ও মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (১৯)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের অ্যাডমিট কার্ডের ওপরের সিল স্ক্যান করে তুলে ফেলে নতুন অ্যাডমিট কার্ড তৈরি করে ৫’শ টাকা করে বিক্রি করা হচ্ছিল। পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টের সময় বিষয়টি ধরা পড়ার পর পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিবিএম’র (বার) দিক নির্দেশনায় ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।