ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে পল্লী বিদ্যুৎ সমিতি-২’র অফিস থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের (৪৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। কামারখন্দ থানার ওসি নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিরাপত্তা প্রহরী আব্দুল আলিম রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে পল্লী বিদ্যুৎ সমিতি-২’র সাব-জোনাল অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি রাতের বেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের বিলিং শাখায় থাকতেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওই অফিসের নিচ তলার মুদি দোকানী বিলিং শাখার ভিতরে আব্দুল আলিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নিরাপত্তা,প্রহরী,লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত