চাকরি পূনর্বহালের দাবিতে ট্যানারি শ্রমিকদের অবস্থান

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩০ | অনলাইন সংস্করণ

  সাভার প্রতিনিধি

সাভারের চামড়া শিল্প নগরীতে শ্রমিকরা চাকরিতে পূনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

সোমবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর ‘বে ট্যানারি ইউনিট টু লিমিটেড’ নামক কারখানার সামনে কর্মসূচী পালন করেন শ্রমিকরা। 

আন্দোলনরত শ্রমিকদের দাবি, গত দুই বছর ধরে তারা ওই প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। সোমবার সকালে কাজে যোগ দিতে আসলে শ্রমিকদের একটি অংশকে কারখানায় ঢুকতে না দিলে বাধ্য হয়ে আন্দোলন শুরু করেন তারা। প্রতিষ্ঠানটিতে শ্রমিকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও সাপ্তাহিক কোন ছুটিও দেয়া হয়না বলে অভিযোগ শ্রমিকদের। কাজে পূণর্বহাল না করা পর্যন্ত কর্মসূচী চলবে বলে জানান তারা। 

তবে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ বলছে, লাইসেন্স জটিলতার কারণে ট্যানারির বিভিন্ন সেকশন খোলা রাখা যাচ্ছেনা। শ্রমিকদের ছাটাই করা ছাড়া বিকল্প কোন সুযোগ নেই তাদের। তাছাড়া দৈনিক মজুরিতে যারা কাজ করতেন তাদেরই বাদ দেয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। 

এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিষ্ঠানটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।