সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে জেলা পরিষদের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই গরীব অসহায় মানুষের সেবা করার চেষ্টা করছি। মৃত্যুর আগে পর্যন্ত মানুষের পাশে থেকে এ সেবা অব্যাহত রাখতে চাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আ'লীগের সভাপতি আবু নজির মিয়া, ওসি হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, জেলা পরিষদের সদস্য মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, আ’লীগ নেতা মোল্যা বাবুল আক্তার, নূর মোহাম্মদ চৌধুরী সঞ্জু, মাসুম শিকদার, হাফিজুর রহমান হাফিজ, আবু দাউদ সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, কামাল হোসেন, আরিফ সরকার, স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রকু, সাংবাদিক আবু দাউদ রানা, ইমরুল হাসান সিকদার প্রমূখ।
এতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।