ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীতে “৬৪ জেলার ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন” গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মেচন

নোয়াখালীতে “৬৪ জেলার ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন” গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মেচন

নোয়াখালীতে লেখক ও গবেষক ফখরুল ইসলাম কর্তৃক রচিত “৬৪ জেলার ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন” গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টা সময় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের আবদুল মালেক উকিল স্মৃতি কমপ্লেক্সে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার- উল- আলম

নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও এফ ইসলাম হেরিটেজ আর্কাইভসের চেয়ারম্যান প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্ল্যাহ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের জাতি তাত্তি্বক জাদুঘরের উপপরিচালক ড. আতাউর রহমান, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া, চৌমুহনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার, হাতিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মানছুরুল হক কাশেম, সোনাপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুুল কাশেম,নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউছুফসহ আরো অনেকে।

মোড়ক উন্মোচন শেষে অতিথিরা বলেন, ৬৪ জেলার ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন গ্রন্থটি শিক্ষার্থীসহ ভ্রমন পিপাসুদের বিভিন্ন জেলা সর্ম্পকে ইতিহাস ও ঐতিহ্য সর্ম্পকে ধারনা পেতে গুরুত্বপুর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

নোয়াখালী,প্রকাশনা উৎসব,মোড়ক উন্মোচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত