ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস পরিদর্শন করলেন বেলজিয়ামের রানী

নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস পরিদর্শন করলেন বেলজিয়ামের রানী

নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাণী মাথিল্ডে। এ সময় তিনি ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ফকির অ্যাপারেলস নামের ওই গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কর্ম পরিবেশ নিয়ে তার সন্তুষ্টির কথা জানান।

ঢাকা সফররত বেলজিয়ামের রানী মাথিল্ডে সফরের প্রথম দিনে সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটা নাগাদ নারায়ণগঞ্জের ফতুল্লায় এ তৈরি পোশাক কারখানা পরিদর্শনে আসেন। কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় রানীকে টি-শার্ট উপহার দেন ফতুল্লার ফকির অ্যাপারেলের নারী কর্মীরা। পরিদর্শনকালে রাণী মাথিল্ডের সঙ্গে রাণীর নিরাপত্তা কর্মকর্তা ও সাংবাদিকসহ পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, ইতোমধ্যে গ্রীণ কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়াম রানীর এই সফরের মধ্য দিয়ে বহির্বিশ্বে ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

গার্মেন্টস,ফ্যাক্টরি,পরিদর্শন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত