ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনের কারাদন্ড

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনের কারাদন্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর চেলারচর গ্রামের সেলিম (৪৯) ও নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মহদরি গ্রামের আব্দুর রহিম (৪৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার ক্ষিদ্রচাপড়ী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নৌ-পুলিশের সহায়তায় ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং ওই ২ জনকে উল্লেখিত কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

অবৈধ,বালু,উত্তোলন,কারাদন্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত