ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অটোরিকশার চাপায় শিশু ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জে অটোরিকশার চাপায় শিশু ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা মহল্লায় অটোরিকশার চাপায় শিশু ছাত্র সিফাত রহমানের (৭) মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল সিফাত। এ ঘটনায় এলাকায়শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি হুমাযুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই শিশু বাবার সাথে অটোরিকশায় করে শহরের বাহিরগোলা মহল্লায় পাঠশালা স্কুলে যাচ্ছিল। এ সময় স্কুলের সামনে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিফাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার ও ঘাতক অটোরিকশা জব্দ করে এবং কোনো অভিযোগ না থাকায় দুপুরে সিফাতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

অটোরিকশা,চাপা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত