সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা মহল্লায় অটোরিকশার চাপায় শিশু ছাত্র সিফাত রহমানের (৭) মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল সিফাত। এ ঘটনায় এলাকায়শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি হুমাযুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই শিশু বাবার সাথে অটোরিকশায় করে শহরের বাহিরগোলা মহল্লায় পাঠশালা স্কুলে যাচ্ছিল। এ সময় স্কুলের সামনে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিফাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার ও ঘাতক অটোরিকশা জব্দ করে এবং কোনো অভিযোগ না থাকায় দুপুরে সিফাতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।