ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের মেয়ে বিধবা ছালেকা বেওয়া (৫০), বেলকুচি উপজেলার মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস ছালাম প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (২০) ও শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার ইসহাক আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

পুলিশ জানায়, স্বামী অনেক আগেই মারা যাওয়ায় বিধবা ছালেকা বেওয়া বাবার বাড়িতে বসবাস করত। মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির আঙ্গিনায় একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে একই সময় বেলকুচি উপজেলার ওই গ্রামের মাঠে গলাকাটা অবস্থায় যুবক মনিরুল ইসলামের লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এছাড়া দুপুরে শাহজাদপুর পৌর এলাকার ওই মহল্লা থেকে যুবক সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,লাশ উদ্ধার,মর্গে প্রেরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত