ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় ৫৪ জন অংশগ্রহণ করে শতভাগ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাবনা ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ এবং ৪ জন জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়ায় জানায়, আমাদের পাঠদানে প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা-মায়েরা সবসময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোনো কমতি নেই। তিনি সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামনা করেন।

এইচএসসি,পরীক্ষা,উত্তীর্ণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত