ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সিরাজগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামে শিশু ছেলে বলাৎকারের অভিযোগে কিশোর ওবায়দুলকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই উপজেলার বিলধলী গ্রামের আমির প্রামাণিকের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে একই এলাকার সিলন্দা গ্রামের শিশু ছেলে লাটিম কেনার জন্য পার্শ্ববর্তী শিয়ালকোল সূত্রধর পাড়ায় যাচ্ছিল। এ সময় লাটিম কিনে দেয়ার কথা বলে কিশোর ওবায়দুল স্থানীয় ইউক্যালিপটাস বাগানের পাশে নির্জন স্থানে নিয়ে তাকে বলাৎকার করে। নির্যাতিত শিশু এ ঘটনাটি তার পরিবারকে জানায়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে নির্যাতিত শিশুর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং নির্যাতিত শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিশু,বলাৎকার,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত