সিরাজগঞ্জে সেনাবাহিনীর নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিন্দুরআটায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আশ্রয়ন প্রকল্প ২ এর ২৮টি সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনর প্রতিশ্রুতি অনুযায়ী গৃহহীন মানুষকে আশ্রয়ণ প্রকল্পগুলোর ঘর প্রদানের জন্য সেনা প্রধানের দিক-নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার মাধ্যমে এসব ঘর নির্মাণ করছে। ইতোমধ্যেই এ আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১ পদাতিক ডিভিশন বেশকিছু সেমি পাকা ঘর সফলতার সঙ্গে নির্মাণ করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্মিত ৫ ইউনিটের এ সেমি পাকা ঘরে ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এ অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।