ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিপাহ ভাইরাসের আতঙ্ক সচেতনতায় শার্শায় মাইকিং 

নিপাহ ভাইরাসের আতঙ্ক সচেতনতায় শার্শায় মাইকিং 

খেজুর রস আর গুড়ের জন্য বিখ্যাত যশোর। জেলার বিভিন্ন উপজেলায় নিপাহ ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্ক থাকতে খেজুর রস কাঁচা না খাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিং করা হচ্ছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই উপজেলায় মাইকিং করা হচ্ছে।

নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ- জ্বর, প্রলাপ বকা ও অজ্ঞান হওয়ার প্রবণতা দেখা দিলে তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। বাদুড়ের মাধ্যমে খেজুর রসে, সেখান থেকে মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়। কোন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হলে তার কাছ থেকে অন্যরাও আক্রান্ত হতে পারে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শার্শা উপজেলায় বাজার-ঘাটে, গ্রামে খেজুরের কাঁচা রস না খাওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। জনসাধারনকে সচেতন ও সতর্ক করার জন্য বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই প্রচারণা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত এই উপজেলায় কেউ নিপাহ ভাইরাসে আক্রান্ত হননি।

যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ৩২টি জেলায় নিপাহ ভাইরাসের ঝুঁকি রয়েছে বলে বলা হয়েছে। এর মধ্যে যশোরও রয়েছে। যশোর জেলাজুড়ে প্রচুর খেজুর গাছ রয়েছে এবং শীতকালে এ জেলার মানুষের মধ্যে কাঁচা খেজুর রস খাওয়ার প্রবণতাও অন্য জেলার মানুষের তুলনায় বেশি। সে কারণে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সবাইকে কাঁচা খেজুর রস না খাওয়ার প্রচারণা চালানো হচ্ছে।

খেজুর,রস,নিপাহ,ভাইরাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত