ঢাকা ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত, আহত ২ 

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত, আহত ২ 

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার আঞ্চলিক সড়কের চালা নামক স্থানে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র সাব্বির হোসেন (১৯) নিহত হয়েছে। সে ওই উপজেলার নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে এবং স্থানীয় ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বেলকুচি থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মোটরসাইকেলযোগে তিন বন্ধু স্থানীয় মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয় এবং তাদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে ওই কলেজ ছাত্র মারা যায়। অপর ২ বন্ধুকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ট্রাকচাপা,নিহত,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত