সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, বেলকুচি উপজেলার পূর্বপাড়া গ্রামের আলমগীর আল আজাদ (৪৬), উল্লাপাড়া উপজেলার বাসষ্ট্যান্ড এলাকার ন‚র আলম @ সুইট (২৫), কাজিপুর উপজেলার চকপাড়া গ্রামের পলাতক আসামী আশকার পাইন ওরফে আশকারুল (৩০) ও বগুড়ার ধুনট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আলম সেখ (৪২) ।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম’র (বার) দিক নির্দেশনায় কাজিপুর উপজেলার চকপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা ও ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে একই দিন সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে ওই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।