সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিরাজগঞ্জে যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে যুবক আশকার পাইন ওরফে আশকারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের ফজলুল বারীর ছেলে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অতিসম্প্রতি মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি করা একটি অডিও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ২৪ জানুয়ারি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে বুুধবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্প্রতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।