ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার হয়।

তারা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আনিছ, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেস হোসেন, উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়ন যুবদল নেতা বুলবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান রিয়াদ, জামায়াতের সক্রিয় সদস্য আছাপ আলী, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন ও ব্রহ্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার প্রায় রাতভর জেলার রায়গঞ্জ, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়।

সিরাজগঞ্জ,জামায়াত,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত