সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ সুফী আলহাজ্জ খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৩ দিন ব্যাপি ৫৯ তম ওরছ শরীফ শনিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
ওরছ শরীফের ১ম দিনে (৯ ফেব্রুয়ারি) রাতে পাক রওজা শরীফের পাদদেশে মাহফিল মঞ্চে বয়ান পেশ করেন আলহাজ্জ মুফতি মাওঃ শাইখ মোহাম্মাদ উসমান গণী (ঢাকা), শাইখ সৈয়দ ড. হাসান আল আযাহারী (ঢাকা), শাইখ মোস্তাফা রহিম আল আযাহারী (ঢাকা), হজরত মাওঃ আব্দুল আলী আল ক্বাদেরী (হবিগঞ্জ), হাফেজ মাওঃ মোঃ কামরুজ্জামান (পারুলিয়া)। এ সময় বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক ইঞ্জিঃ এ এফ এম গোলাম সরফুদ্দীন, আলহাজ্জ ড. আবু তৈয়ব আবু আহমদ (নলতা শরীফ), আলহাজ্জ এ এফ এম এনামুল হক (মহাপরিচালক খান বাহাদুর আহ্ছানউল্লা ইনিষ্টিটিউট), আলহাজ্জ মাওঃ মোঃ আবু সাঈদ (নলতা শরীফ) ও আলহাজ্জ ড. মোঃ আবুল কাশেম (নলতা শরীফ)।
২য় দিনে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে মাহফিলে বয়ান পেশ করেন হাফেজ মাওঃ মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী (হবিগঞ্জ), মোঃ মনিরুল ইসলাম (পরিচালক খান বাহাদুর আহ্ছানউল্লা ইনিষ্টিটিউট), আলহাজ্জ মাওঃ মোঃ আবু সাঈদ (নলতা শরীফ শাহী জামে মসজিদ), হাফেজ ক্বারী মাওঃ শেখ শামসুদ্দিন চর্তূবেদী আল হুছাইনি (যুক্তিবাদী বক্তা, মুহাদ্দিস বীরলাপুর, মুম্বাই, ভারত), তিনি জিয়ারাত ও ইলমে তাসাউফের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। শায়খুল হাদীছ হজরত মাওঃ আব্দুর রাজ্জাক (খতিব, সোবহান বাগ জামে মসজিদ, ঢাকা), আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান (খতিব গুলশান-১ জামে মসজিদ,ঢাকা)। এ সময়ে বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন আলহাজ্জ মোঃ সাইদুর রহমান (কেন্দ্রীয় মিশন), আলহাজ্জ মোহাম্মদ সেলিমউল্লাহ (ঢাকা), আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি (সভাপতি, নলতা কেন্দ্রীয় মিশন), আলহাজ্জ আবুল ফজল (নলতা কেন্দ্রীয় মিশন), আলহাজ্জ ডা. আকবার হোসেন (নলতা কেন্দ্রীয় মিশন)।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত পাক রওজা শরীফে আয়োজিত আখেরি মোনাজাত অনুষ্ঠানে আলহাজ্জ অধ্যাপক ডা. রুহুল হক (এমপি) এর সভাপতিত্বে তেলাওয়াতে কোরআন ক্বারী মোঃ কবিরুল ইসলাম, মিলাদ ও ফাতেহা পাঠ, হামদ্, না-ত-এ রসুল, মুর্শিদি পাঠ করেন হাফেজ মাওঃ মুফতি আশিকুর রহমান, মোঃ মানছুরুর রহমান (ঢাকা মিশন), মোঃ ফিরোজ আলম (মাঘরী), মোঃ মাছুম বিল্লাহ (নলতা মিশন ফাজিল মাদ্রাসা), মোঃ আখতাব হোসেন বাচ্চু (মহানগর মিশন ঢাকা), আনিছুর রহমান (নলতা শরীফ)। ভক্তের পত্র থেকে পাঠ করেন আলহাজ্জ রাশেদ আহম্মেদ (চট্রগ্রাম মিশন)।
এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ হুমাউন কবীর, জেলা প্রশাসাক, সাতক্ষীরা। আলোচনা পেশ করেন আলহাজ্জ এ এফ এম এনামুল হক, আবু তৈয়ব মাহবুবে খোদা (হবিগঞ্জ, মিশন) আলহাজ্জ ড. আব্দুল মজিদ (সাবেক সচিব), আলহাজ্জ মোঃ আবু সাঈদ জিহাদী (নলতা শরীফ)। তাওয়াল্লাদ শরীফ পাঠ করেন মুফতি আশিকুর রহমান (নলতা শরীফ)। পাক রওজা শরীফে চাদর পেশ করেন খাদেম আলহাজ্জ মোঃ আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, শহিদুল হক, শফিকুল হুদা, আলী হায়দার (কে, বি, হাউস)। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মোঃ আবু সাঈদ জিহাদী।