সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানজিদা বেগম (৩০) ও পাবনার সাঁথিয়া উপজেলার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ন কবির (৩৮)। র্যাব ১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২১০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।