গরম চা ঢেলে ভাগ্নীকে ঝলসে দিলেন মামী
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৫ | অনলাইন সংস্করণ
মামী রাশেদা আক্তার লিপি এবং ভাগ্নী মাইশা আলম প্রীতি গ্যাসের চুলায় গরম পানি সিদ্ধ করাকে কেন্দ্র করে গরম চা ঢেলে ভাগ্নীকে ঝলসে দিয়েছেন মামী। এসময় কলেজ পড়ুয়া মাইশার মাথা, মুখ, হাত, শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে লক্ষীপুর পৌর শহরের শমসেরাবাদ, লামচরী গ্রামের পান বেপারী মৃত মন্তাজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মাইশাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত রাশেদা আক্তার লিপিকে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ আটক করে।
নানী লাখী আক্তার বলেন, নাতনি প্রীতি তার টনসিল চিকিৎসা করার জন্য তড়িঘড়ি করে ডাক্তার দেখাতে যাবে এ সুযোগে গ্যাসের চুলায় গরম পানি বসাতে গেলে রাশেদা নাতনির গায়ে গরম চা ঢেলে দেয়। এতে তার পুরো শরীর পুড়ে গেছে, আমার নাতনির কি হবে? আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে মামী রাশেদা বলেন, গ্যাসের চুলায় গরম পানি সিদ্ধ করা নিয়ে বাকবিতন্ডা হয়। হঠাৎ করে প্রীতি আমার চুল ধরে বসে তখন আমার হাতে থাকা গরম চা ভাগ্নীর গায়ে পড়ে গেছে। আমি ইচ্ছে করে তার গায়ে গরম চা ঢালি নাই।
এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানিয়েছেন, গরম চা ঢেলে ভাগ্নীকে ঝলসে দেয়ার অভিযোগে আটক করা হয়েছে।