সারাদেশে সকল ইউনিয়নে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সুবর্ণচর উপজেলার প্রতিটি ইউনিয়নে পদযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে একই সময়ে উপজেলার চরজব্বার, চরজুবিলী, চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চরআমান উল্যাহ, পুর্ব চরবাটা ও মোহাম্মদপুর ইউনিয়নে আলাদা আলাদাভাবে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷
এসময় চরবাটা ইউনিয়ন বিএনপির পদযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি ও নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া সরকারের সমালোচনা করে বলেন, জনগণের যেখানে স্বাভাবিক জীবন-যাপন করতে কষ্ট হচ্ছে সেখানে দিনদিন গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালের দাম অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে সরকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
পদযাত্রায় উপজেলা এবং প্রতিটি ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।