ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

অপরাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে মিছিল বের হয়ে শহরের বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু মঞ্চে শান্তি সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় তিনি বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপি দলীয় এমপি একজন প্রার্থী দাড় করিয়ে সমর্থন দিয়েছেন, অর্থ দিয়েছেন, জামাত সমর্থন দিয়েছেন ও আমাদের মধ্যে কিছু ষড়যন্ত্রকারী তাকে সমর্থন দিয়েছেন, অনেক অর্থের ছড়াছড়ি করেছেন, পুলিশ প্রশাসনের সহযোগিতা না পেয়েও এলাকার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে নৌকাকে জিতিয়েছেন।

সমাবেশ আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম শাহনেওয়াজ অপুসহ অনেকে।

আওয়ামী লীগ,শান্তি,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত