নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি পিস অবৈধ চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ২ কোটি ৭৫ লাখ ৪০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা। অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ । তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা নারায়ণগঞ্জ এর মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।