নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১২০ নেতাকর্মীর নামে মামলা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১২০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা ইয়াকুবকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাঁধা দেয় বিএনপি নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা বাঁধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন এবং ১৫ নেতাকর্মী আহত হন।
মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন- বিএনপি নেতা ইয়াকুব (২৭), নজরুল ইসলাম আজাদ (৪৩), মােঃ ইউসুফ আলী সূইয়া (৬৫), মাযুম সিকারী (৪৮), মােঃ খোরশেদ আলম (৪০), মােঃ মফিজুল ইসলাম (৪৫), মােশারফ হােসেন (৫৫), রফিকুল ইসলাম (৪৩), আসাদ (৩৫), আল-আমিন (৩৩),
আলমগীর (৪০), মোঃ সাদেক (৩৫), শফিকুল (২৬), তানভীর (২৪), হিরণ (৪০), মিল্লাত (১৮), বাবুল (৪০), আতাউর মেম্বার (৫০), রবিউল ইসলাম (২৩), আকাশ (১৮), সজল (২৭), হাবিবুর ভূইয়া (২৭), রনি (২৩), রেজাউল করিম (৪৫), নাহিদ (২২), খােরশেদ (৪০), নয়ন (৪৫), নাঈম (৪২), কাইয়ুম (৩৮), সাইফুল (৪৮), সাজু (১৮), শাওন (১৮), ইয়াকুব (২৪), কামাল (৩২), মামুন (২৮), ইকবাল (৩৪), অপু (২৪), রুহুল আমীন, আবদু (৫২), মােঃ ইকবাল হাসান (২৫), সবুর (৫৫), সেলিম (৪৫), আলী ডাকাত (৫৫), মুকবুল (৫২), কাজল (৩৮) ও শাহীন (৪০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে দেয়। তারা গাড়ি চলাচল রোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেও তারা রাস্তা ছাড়তে রাজী হয়নি।