ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাঁধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

রংপুরে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাঁধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

রংপুরে আদালত চত্ত্বরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও হুমকি প্রতিবাদে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর সরকারি কৌশলী খন্দকার রফিক হাসনাইনের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেন রংপুরে কর্মরত সকল ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধন থেকে আগামী ৭ দিনের মধ্যে সরকারি কৌশলী খন্দকার রফিক হাসনাইনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

এসময় রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশিনের সহ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একুশে টিভির রংপুর ব্যুরো লিয়াকত আলী বাদল, রংপুর রিপোটাস ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ সিটি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশিনের রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুকুলসহ অনন্যরা।

পরে জেলা আইনজীবি সমিতিরি সভাপতি অ্যাড. আব্দুল মালেক ও অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল কবিরের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

রংপুর,সাংবাদিক,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত