পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (৫৫) নামে একজন বাকপ্রতিবন্ধী রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত ফয়েজ প্রামানিকের ছেলে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন মানিক জানান, নাজির হোসেন সকালে কাজের জন্য বেজপাড়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলি খান বলেন, ঘটনাটি লোক মুখে জানার পরে ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছিলাম। নিহতের পরিবার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।