ব‌রিশা‌লে হা‌রি‌য়ে যাওয়া ২১‌টি মোবাইল ফোন উদ্ধার

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০১ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

ব‌রিশা‌লে হা‌রি‌য়ে যাওয়া ২১‌টি মোবাইল ফোন উদ্ধার ক‌রে‌ছে জেলা পু‌লিশ। মোবাইলগু‌লো মা‌লিক‌দের কা‌ছে ফেরৎ দেওয়া হ‌য়ে‌ছে ই‌তিম‌ধ্যে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ব‌রিশাল জেলা পু‌লিশ সুপার কার্যাল‌য়ের কনফা‌রেন্স রু‌মে এক সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানান পুলিশ সুপার ওয়া‌হিদুল ইসলাম। 

তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারীর মধ্যে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ২১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ড পার্টির মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এনিয়ে গত এক বছরের মধ্যে আমরা ৭১টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাধারণত প্রতি মাসে প্রতিটি থানায় ১০ থেকে ১৫টি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি হয়ে থাকে। আমাদের এ সেবা চলমান থাকবে। এ সেবার মাধ্যমে জেলার বিভিন্ন থানায় সংঘটিত চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ সনাক্তপূর্বক অতি দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে আশা করি। 

মোবাইল পেয়ে খুশি অভিযোগকারীরা জানান, মোবাইল ফেরত পাবেন এরকম আশা ছিল না। এই মোবাইল ফেরত পেয়ে তারা খুশী।