সিরাজগঞ্জে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাদারজানি গ্রামের কৃষক আব্দুর রশিদের বাড়িতে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই পরিবারের নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রতিদিনের মতো রোববার রাতে খাবারের পর ওই কৃষকের পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। ওইদিন গভীর রাতে ওই কৃষকের বাড়িতে চোরেরা অভিনব কায়দায় প্রবেশ করে। এ সময় তারা পরিবারের লোকজনকে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান স্প্রে ছিটিয়ে অচেতন করে এবং ঘরের টাঙ্গ ও আলমারি ভেঙ্গে উল্লেখিত টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে তারা ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে। এতে সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে কৃষক আব্দুর রশিদ (৬০), আলমগীর হোসেন (৩২), রাশিদা খাতুন (২৮), তাসলিমা বেগমকে (২৮) অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই একজনের জ্ঞান ফিরলেও অপর ৩ জনের জ্ঞান এখনও ফেরেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা সুস্থ হয়ে উঠলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি উল্লেখ করেন।