সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ

  সাভার প্রতিনিধি

ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে যুগান্তরের প্রতিনিধি শামীম খানের ওপর হামলা করে তাকে হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার দুপুরে ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। 

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মো. চৌধুরী, এখন টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, একাত্তর টিভির প্রতিধি আশরাফ উদ্দিন সিজেল, সাংবাদিক আব্দুর রউফ প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, গত শনিবার দুপুরে সংবাদ সংগ্রহকালে যুগান্তরের সাংবাদিকে শামীম খানের ওপর অতর্কিত হামলা চালান গাংগুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে ১০-১২জন। এসময় তাকে কুপিয়ে জখম করেন সাথে থাকা ল্যাপটপ, মোবাইল, আইডি কার্ডসহ নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

এ ঘটনায় প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানালেও পরে প্রধান অভিযুক্ত কাদের মোল্লার নাম বাদ দিয়ে মামলাটি নথিভুক্ত করে ধামরাই থানা পুলিশ। ঘটনার পর থেকে এখনও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনকে সাতদিনের আল্টিমেটাম দেন মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুমায়ুন রশিদ, জনকণ্ঠের প্রতিনিধি সোহেল রানা, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী, যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট কাজী শহিদুল্লাহ তনয়সহ অর্ধশতাধিক সংবাদকর্মী। এসময় সঞ্চালনা করে তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানা।