পটুয়াখালীতে ক্রেতা-বিক্রেতাদের দিনব্যাপী সেমিনার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ক্রেতা-বিক্রেতাদের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিসিক এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ আল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্ত,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক সুলতানা জাহান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ। এসময় জেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও বিপননে ভোক্তার স্বার্থ সংরক্ষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের মান নিয়ন্ত্রণের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।